জগন্নাথপুরে নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ, ঝুঁকিতে চলাচল

Printed Edition
সুনামগঞ্জের কলকলিয়া-তেলিকোনা-চন্দিডহর সড়কের জগদীশপুর  সেতু : নয়া দিগন্ত
সুনামগঞ্জের কলকলিয়া-তেলিকোনা-চন্দিডহর সড়কের জগদীশপুর সেতু : নয়া দিগন্ত

হুমায়ুন কবির জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর বড়খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তিন উপজেলার মানুষ। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছেন জগন্নাথপুর, দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার লক্ষাধিক বাসিন্দা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই দ্রুত সেতুর কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, কলকলিয়-তেলিকোনা-চণ্ডিডহর সড়কটি এই তিন উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। ২০২২ সালের বন্যায় জগদীশপুর বড়খালের ওপর পুরনো সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়। দরপত্রের মাধ্যমে মেসার্স এমডি জামিল ইকবাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কার্যাদেশ পাওয়ার পর পাইল নির্মাণের কাজ শুরু হলেও কিছুদিনের মধ্যেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার।

প্রায় এক বছর ধরে কাজ বন্ধ থাকায় জগদীশপুর, শ্রীধরপাশা, কামারখাল, তেলিকোনা, কান্দারগাঁও, নোয়াগাঁওসহ অন্তত ৮-১০টি গ্রামের মানুষ উপজেলা সদর ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা ও সংবাদকর্মী মুকিম উদ্দিন বলেন, কাজ শুরু করেও হঠাৎ বন্ধ করে দেয়ায় এলাকাবাসী হতাশ।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম দ্রুত সেতুর কাজ পুনরায় শুরুর দাবি জানান। উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজ বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।