ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় দলে আবারো ফিরছেন সাকিব আল হাসান। দল নির্বাচনের ক্ষেত্রে সাকিব আবারও নির্বাচকদের বিবেচনায় থাকবেন। সাকিবের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং যেখানে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতার ভিত্তিতে ভবিষ্যতে তাকে দলে নেয়ার সিদ্ধান্ত আসতে পারে। বিসিবির বোর্ডসভা শেষে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, ‘বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে সাকিব আল হাসান যদি ফিট থাকেন এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তা হলে নির্বাচন প্যানেল তাকে আগামী সময়ে বিবেচনায় রাখবে। সাকিব যদি বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে চান, সে ক্ষেত্রে বিসিবি প্রয়োজন অনুযায়ী অনাপত্তিপত্র দেবে।’
বোর্ডের পক্ষ থেকে সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি। বিষয়গুলো সরকারের এখতিয়ারভুক্ত হলেও বিসিবি একজন খেলোয়াড় হিসেবে সাকিবকে দলে ফেরাতে আগ্রহী।



