মোস্তাফিজকে লুফে নিলো পিএসএল

ক্রীড়া ডেস্ক
Printed Edition

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজুর রহমানকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মোস্তাফিজের দল এখনো যদিও নিশ্চিত নয়। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে তিনি যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এতে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া এই বাংলাদেশী কাটার মাস্টারের একই সময়ে আরেকটি ফ্রাঞ্চাইজি লিগে খেলার রাস্তা তৈরি হলো। মোস্তাফিজের জন্য এটি দ্বিতীয়বার পিএসএল খেলা হবে। এর আগে পিএসএল খেলেছেন ২০১৮ সালে। সেবার লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি বোলার। ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে। আইপিএলের মতো এই পাকিস্তানের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে ৮ দলের।