প্লেঅফে মেসির মিয়ামি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পায়ের ঝলক দেখিয়েই চলেছেন। দেখার মতো দু’টি গোলও উপহার দিলেন। সহযোগিতা করলেন আরো একটি গোলে। পেনাল্টি নিজে না নিয়ে সুযোগ দিলেন সতীর্থকে। সবমিলে দুই গোল করে রেকর্ড ছুঁলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার রেকর্ড গড়া ম্যাচে মেজর লিগ সকারে (এমএলএস) গতকাল নিউ ইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিয়ামি। আগের ম্যাচে জিতে এগিয়ে থাকার পর এবার এই জয়ে নিশ্চিত করল প্লে-অফ।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটির মাঠে গতকাল ম্যাচের ৪৩ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রড্রিগোয়েজ। ৭৪ মিনিটে বুসকেটসের ডিফেন্সচেরা পাসেই গুলির বেগে ছুটে বল ধরে চিপ শটে বল জালে পাঠান মেসি। ১২ মিনিট পর করা গোলটিও ছিল দর্শনীয়। মাঝমাঠের একটু উপরে বল পেয়ে দারুণ গতিতে ছুটে দু’জনকে এড়িয়ে কোনাকুনি শটে পরাস্ত করেন গোলরক্ষককে। লিগে এ নিয়ে ২৩ ম্যাচ ২৪ গোল করে তালিকায় শীর্ষস্থান আরো সংহত করলেন আর্জেন্টাইন জাদুকর।

মেসির দুই গোলের মধ্যে ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। সফল স্পট কিকে বল জালে জড়িয়ে দেন এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। আর এই জয়ে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এলো মিয়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।