বরখাস্ত ইন্দোনেশিয়ার কোচ ক্লুাইভার্ট

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছরের ৪৮ দলের বিশ্বকাপে খেলার সুযোগ করে নিতে নেদারল্যান্ডসের কোচ প্যাটিট্রক ক্লুাইভার্টকে দায়িত্ব দিয়েছিল ইন্দোনেশিয়া। তার সাথে দুই বছরের চুক্তি ছিল। কিন্তু এ মাসে বিশ্বকাপ বাছাই পর্বে সৌদি আরব ও ইরাকের কাছে হারের পর সব আশা শেষ। তাই তাকে আর রাখেনি আসিয়ান অঞ্চলের দেশটি। ১০ মাসের মাথায় বরখাস্ত করা হয় বিশ্বখ্যাত এই স্ট্রাইকারকে। তার অধীনে আট ম্যাচের মধ্যে ইন্দোনেশিয়া তিন ম্যাচে জিতেছে। হেরেছে চারটিতে। আর ড্র অপরটিতে। ক্লুইভার্ট দায়িত্ব নেয়ার পর ইউরোপে বড় হওয়া ইন্দোনেশিয়ানদের খেলাতে থাকেন। এর পরও সাফল্য না আসায় চাকরি হারাতে হলো তাকে। এ বছরই নিয়োগ পেয়েছিলেন সাবেক বার্সেলোনা, এসি মিলানের এই ফুটবলার।