- যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের
- নতুন হামলা থেকে বিরত ইসরাইল
- ইরানে ৬১০ জন নিহত
- তেহরানে পরমাণু বিজ্ঞানী নিহত
- কাতারের মধ্যস্থতা
কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষণার পর ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও ইরানের পক্ষ থেকে কোনো প্রস্তাব না পাওয়ার কথা জানানো হয়। পরে অবশ্য কাতারের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায়।
এদিকে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ইরান ও ইসরাইল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর দাবি করেছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরে ইরানের হামলার অভিযোগের জবাবে তেহরান বলেছে তারা যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময়সীমার পর কোনো হামলা চালায়নি। তবে ইসরাইলি সেনাবাহিনী প্রতিশোধ হিসেবে তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করার দাবি করেছে।
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় গতকাল ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন। হামলার বেশ কিছু ছবি যাচাই করে সিএনএন বলছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। অন্যদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। ইসরাইলের চ্যানেল ১৪ এ খবর জানিয়েছে।
এ দিকে ইরানে হামলা চালিয়ে ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ‘অত্যন্ত বিরক্ত’। সম্ভবত তিনি মনে করছেন, নেতানিয়াহু ‘বিশ্বাসভঙ্গ’ করছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এ কথা বলেছেন।
ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরাইল ও ইরান, দুই পক্ষের প্রতিই ক্ষুব্ধ। আলজাজিরার প্রতিনিধি লাভেল বলেন, ট্রাম্প ইসরাইল ও ইরান, উভয়ের ওপরই ক্ষুব্ধ ছিলেন। তবে তার অতিরিক্ত রাগটা যে ইসরাইলের দিকে ছিল, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর চলে নানা নাটকীয়তা। ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘যুদ্ধবিরতি (ইরান ও ইসরাইলের মধ্যে) এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’
ইসরাইল সরকার জানায়, ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই দেশটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এর পর ইরানের প্রেস টিভি ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে খবরে জানায়। যদিও ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
জানা যায়, ইসরাইল-ইরান সঙ্ঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সাথে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহবান ট্রাম্পের : দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ কথা লিখেন ট্রাম্প বলে খবর বিবিসির। ইসরাইল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরপর সামাজিকমাধ্যমে জানান, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরো বলেন, ‘তবে ইসরাইল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’
তবে গতকাল ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইসরাইলের হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত হয়েছেন তিনজন।
নতুন হামলা থেকে বিরত ইসরাইল : ইরানের রাজধানী তেহরানে সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর। বিবৃতিতে বলা হয়, ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতির ‘লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে ইসরাইল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে। আলজাজিরার খবরে বলা হয়, ওই বিবৃতি জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপের পর নেতানিয়াহু ‘নতুন করে কোনো হামলা চালানো থেকে বিরত আছেন।’ ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন, দেশটি (ইসরাইল) যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে। তিনি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও আত্মবিশ্বাসী।
ইরানে ৬১০ জন নিহত : ইসরাইলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৬১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর গতকাল এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে এ তথ্য জানান বলে এএফপির খবরে বলা হয়। তিনি জানিয়েছেন, ইসরাইলের হামলায় আহত হয়েছেন চার হাজার ৭০০-এর বেশি মানুষ। হোসেইন কেরমানপুর বলেন, ‘গত ১২ দিনে আমাদের হাসপাতালগুলো অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’ এর আগে ইরান সরকার জানিয়েছিল, এই যুদ্ধে ৪০০ জনের বেশি নিহত এবং তিন হাজার ৫৬ জন আহত হয়েছেন।
ইরানে জ্যেষ্ঠ কর্মকর্তাসহ নিহত ১০ : যুদ্ধবিরতি কার্যকরের আগে ইরানের বিভিন্ন জায়গায় ইসরাইলি হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৩ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, নিহত ওই কর্মকর্তার নাম নেদা রাফিয়ি পারসা। তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদক সংস্থা তাভানিরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন। তিনি দায়িত্ব পালনকালে হামলায় নিহত হন।
এর আগে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গিলান প্রদেশের চারটি আবাসিক এলাকায় পৃথক ইসরাইলি বিমান হামলায় ৯ জন বেসামরিক ইরানি নিহত হয়েছেন।
হামলাস্থলের আশপাশের আবাসিক ভবনগুলোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন মোট ৩৩ জন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হতাহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু রয়েছেন।
ইসরাইলে বিরসেবায় নিহত ৪ : ইসরাইলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছে। ইসরাইলের চ্যানেল ১৪ অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে। এর আগে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও ওয়াইনেট নিউজের বরাতে তিনজন নিহত হওয়ার খবর জানায় আলজাজিরা। চ্যানেল ১৪ জানায়, যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনে আটকা পড়েন কয়েকজন। বিবিসি জানায়, বিরসেবায় ইরানের হামলায় ২২ জন আহত হয়েছে। সিএনএনের খবরে বলা হয়, নিহত তিনজনের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী।
পুরুষ একজনের বয়স প্রায় ৪০ বছর, অন্যজনের প্রায় ২০ বছর। আর ওই নারীর বয়স প্রায় ৩০ বছর। সংবাদমাধ্যমটি বলেছে, বিরসেবায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। ইসরাইল জানিয়েছে, বিরসেবায় আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কাতারের মধ্যস্থতা : যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সাথে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হলো।