ডিজিটাল সল্যুশন আরো সহজলভ্য করতে যৌথভাবে কাজ করবে গ্রামীণফোন-সুমাস টেক

Printed Edition

বেসরকারি টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি প্রিমিয়াম ইলেকট্রনিকস খাতের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান সুমাস টেক লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ স্থাপন করেছে। এই পার্টনারশিপের লক্ষ্য হলো সুমাস টেক আউটলেটগুলোতে গ্রামীণফোনের ভবিষ্যৎ-উপযোগী পণ্যগুলো আরো সহজলভ্য করা। পাশাপাশি রয়েছে এক্সক্লুসিভ ভাউচার সুবিধা।

এই উদ্যোগের অংশ হিসেবে, গ্রামীণফোন আলোর স্মার্ট আইওটি সল্যুশন যেমন সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস), এবং গ্রামীণফোনের টেলিকম পণ্য যেমন পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা একন থেকে সারা দেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোরে পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা আরো সহজে গ্রামীণফোনের আধুনিক ডিজিটাল ও কানেক্টিভিটি সল্যুশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মূল্যের সুমাস টেক ভাউচার পাবেন, যা নির্ধারিত সুমাস টেক আউটলেটে ব্যবহার করা যাবে।

পার্টনারশিপটি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর বসুন্ধরার জিপি হাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন নাফিস আনোয়ার চৌধুরী, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন নাফিস আনোয়ার চৌধুরী, হেড অফ কাস্টমার সার্ভিস আবদুল্লাহ আল মাহমুদ, হেড অফ ডিস্ট্রিবিউশন এসকে, ইফতেখার আহমেদ এবং সুমাস টেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস ও হেড অফ মার্কেটিং মো: রাসেদুল আলম রাফি খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।