ডন ও ইন্ডিয়ান এক্সপ্রেস
পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভবিষ্যতে ভারতের মানচিত্রে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান একে ‘বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছে।
পাকিস্তানের সিন্ধু অঞ্চল আবারো ভারতের মানচিত্রে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অঞ্চলটি এখন ভারতের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। রোববার এক অনুষ্ঠানে রাজনাথ এ মন্তব্য করেন। রাজনাথ সিং বলেন, ‘বর্তমানে সিন্ধু ভূখণ্ড ভারতের না হলেও সাংস্কৃতিকভাবে সবসময় ভারতেরই অংশ থাকবে। আমাদের সিন্ধি জনগণ যেখানেই থাকুন না কেন, তারা আমাদেরই মানুষ, আমাদেরই অংশ। ভারতের উন্নয়নে তাদের ভূমিকা আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে।’
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের মাধ্যমে উপমহাদেশের স্বাধীনতার সময়ে সিন্ধু নদের তীরের সিন্ধ প্রদেশ পাকিস্তানের অংশে পড়ে। সেসময় সেখানে বসবাসরত সিন্ধি হিন্দু জনগোষ্ঠীর অনেকেই ভারতে চলে আসেন। সে ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘সিন্ধি হিন্দুরা বিশেষ করে লাল কৃষ্ণ আদভানির মতো নেতাদের প্রজন্ম ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্ন হওয়া কখনোই মেনে নিতে পারেননি।’ ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্যকে ‘অসত্য, উসকানিমূলক ও বিপজ্জনক’ আখ্যা দিয়েছে পাকিস্তান।



