এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের লক্ষ্য একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা চাই, ১৯৬৭-এর পূর্ববর্তী সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র হোক এবং আল-কুদস আল-শারিফকে রাজধানী ঘোষণা করা হোক। পাকিস্তানের মধ্যপ্রাচ্যে নীতির এটিই মূল ভিত্তি হিসেবে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই দিনের সফর শেষ করে পাকিস্তানে ফেরেন, যেখানে তিনি মিসরে অনুষ্ঠিত গাজা শান্তি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
মিসরের সংস্কৃতি মন্ত্রী আহমাদ ফুয়াদ হান্নো পাকিস্তানি প্রতিনিধি দলকে বিদায় জানান। প্রস্থান করার আগে, প্রধানমন্ত্রী এক্স-এ একটি বার্তায় কিছু প্রতিফলন শেয়ার করেন, যা তিনি সম্ভাব্য রূপান্তরমূলক মুহূর্ত হিসেবে বর্ণনা করেন এবং পাকিস্তানের গভীর ও ঐতিহাসিক সংযোগ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল গাজায় চালানো গণহত্যামূলক অভিযানের অবিলম্বে বন্ধ। এই লক্ষ্যটি অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে সমন্বয় করে নিয়মিতভাবে ব্যক্ত ও জোরদার করা হয়েছে।
তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন যে, তিনি সহিংসতা বন্ধ করতে এবং এই বিষয়ে তার প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নেবেন। প্রধানমন্ত্রী আরো জোর দিয়ে বলেন, পাকিস্তান শান্তির পথে প্রেসিডেন্ট ট্রাম্পের অনন্য ভূমিকা স্বীকার করে চলবে। ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের জন্য মৌলিক গুরুত্ব বহন করে। তিনি ফের বলেন, ইনশা আল্লাহ, আল-কুদস আল-শারিফকে রাজধানী হিসেবে করে ১৯৬৭ সালের সীমার ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি হিসেবে থাকবে।



