প্রশ্নোত্তর

Printed Edition

প্রশ্ন : অনেক আলিম বলেন বাথরুমে যাওয়ার সময় মাথায় টুপি না দিলে মাকরুহ হবে, বিষয়টি সত্য কি না জানতে চাই। হাদিসে কোনো নির্দেশনা আছে কি না?

উত্তর : রাসূল সা: থেকে এই বিষয়ে সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। দুর্বল হাদিসে পাওয়া যায়, রাসূল সা: টয়লেটে যাওয়ার সময় মাথা ঢেকে রাখতেন। তবে আবু বকর রা: থেকে সহিহ বর্ণনা আছে। উরওয়া রহ: তার বাবা জুবায়ের রা: থেকে বর্ণনা করেন- একবার আবু বকর সিদ্দিক রা: লোকদের উদ্দেশে খুতবা দিতে গিয়ে বলেন, লোকসকল! তোমরা আল্লাহ তায়ালার সাথে লজ্জা বজায় রাখো। ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য লোকালয় থেকে দূরে যাই তখন আমি আমার রবের থেকে লজ্জাবনত হয়ে মাথা ঢেকে নিই। মুসান্নাফে ইবনে আবি শায়বা, ১/১০৫। সনদ সহিহ। সুতরাং বাথরুমে মাথা ঢাকা মুস্তাহাব, ভালো কাজ, পছন্দনীয় কাজ। তবে খুলে গেলে গুনাহ হবে না।

-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট