চাঁদপুরের ৫টি আসনে ১৫ মনোনয়ন বাতিল

Printed Edition

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের পাঁচটি আসনে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাকি ৩০ জনের মনোনয়ন বৈধ এবং একজন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম যাছাই-বাছাই শেষে এ বিষয়ে ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: নাজমুল ইসলাম সরকার।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়। তারা হলেন- হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের প্রার্থী মো: আজাদ হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী হাবিব খান। গণঅধিকারের প্রার্থী এনায়েত হোসেনের মনোনয়নপত্রও বাতিল হয় জমাকৃত কাগজপত্র জটিলতায়।

চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী এলাকায় ১২ প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন ফরম বাতিল হয়। তারা হলেন- ঋণখেলাপির জন্য লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার, ঋণখেলাপি ও এক শতাংশ স্বাক্ষর জটিলতায় স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি, জামায়াতে ইসলামীর আবু নাছের মোহাম্মদ মুকবুল আহমেদ এবং হলফনামায় গলদ থাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির রাশেদা আক্তার। মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আবদুস শুক্কুর পাটোয়ারী।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৯ প্রার্থীর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের সেলিম আকবরের মনোনয়ন ফরম বাতিল হয়ে যায়।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১০ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন ফরম বাতিল হয়েছে। তারা হলেন- ঋণখেলাপির জন্য ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক, বিএনপির দলীয় মনোনয়ন না থাকায় মোজাম্মেল, এক শতাংশ স্বাক্ষর জটিলতায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন ও জাকির হোসেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৮ প্রার্থীর মধ্যে এক জনের মনোনয়ন ফরম বাতিল হয়েছে।