বেশি দামে সার বিক্রি করলে জেলে যেতে হবে : অ্যাটর্নি জেনারেল

Printed Edition

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

কৃত্রিমসঙ্কট সৃষ্টি করে কালো বাজারে সার বিক্রি করলে ডিলারদের জায়গা হবে কারাগারে। কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিলসহ সাব-ডিলারদেরও জেল জরিমানার নির্দেশ দিলেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। শুক্রবার শৈলকুপা পাবলিক হল ও অডিটোরিয়ামে বিসিআইসি স্যার ডিলারদের সাথে মত বিনিময়কালে হুঁশিয়ার দিয়ে তিনি আরো বলেন, দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষি বাঁচাতে হলে ঠিকমতো সার সরবরাহ থাকতে হবে। শৈলকুপা কৃষি অফিসের তথ্য মতে শৈলকুপাতে সারের কোনো সঙ্কট নেই, যেহেতু এখানে পেঁয়াজের চাষ বেশি, প্রয়োজনে তিনি এ উপজেলায় অতিরিক্ত সার বরাদ্দের ব্যবস্থা করবেন। তবুও ন্যায্যমূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করতে পারবেন না। এরপরও যদি ডিলাররা কৃষকদের ঠিকমতো সার না দেন দরকার পড়লে কৃষকেরা ডিলারদের গুদাম ঘেরাও করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।