পোরশা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর পোরশায় সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যারোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ব্যাটালিয়ন। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত নিতপুর বিওপি ক্যাম্পসংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস ও থানার ওসি মিন্টু রহমান। অনুষ্ঠানে স্থানীয় গরু ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি-জনগণের সমন্বিত উদ্যোগই পারে নিরাপদ পরিবেশ তৈরি করতে। সভায় স্থানীয়দের সহযোগিতায় সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ সময় নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান, হাবিলদার বাবুলসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।



