বাংলাদেশের গানের গর্ব জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন পূর্ণ সুস্থ হয়ে গত ১৭ মে কানাডার টরেন্টোতে একটি শোতে প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করে এসেছেন। নিজের গাওয়া জনপ্রিয় দেশের গান ‘সুন্দর সুবর্ণ লাবণ্য’ গান দিয়েই তিনি তার স্টেজ শো শুরু করেন। এরপর টানা এক ঘণ্টা ৪০ মিনিট গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন গুণী এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী। ৭১ বছর বয়সেও মঞ্চে গানে গানে দর্শককে মুগ্ধ করার মধ্য দিয়ে সাবিনা ইয়াসমিন প্রমাণ করেছেন, সত্যিই বয়স একটি সংখ্যা মাত্র। টরেন্টোতে সাবিনা ইয়াসমিনের সঙ্গীত পরিবেশনা শেষ হলে হলভর্তি দর্শক তাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। টরেন্টোতে যে বিষয়টি অনেক দর্শককে বিস্মিত করেছে তা হলো- সাবিনা ইয়াসমিন প্রতিটি গান পরিবেশনের আগে গীতিকার সুরকারের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি তাদের অবদানে যে আমাদের দেশের গান সমৃদ্ধ হয়েছে তা বিশেষভাবে উল্লেখ করেন। দেখা যায়, শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন ঠিকই কিন্তু গীতিকার সুরকারের নাম স্টেজ শোর সময় প্রতিটি গানে আলাদাভাবে উল্লেখ করেন না। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের সাথে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন জাহাঙ্গীর সাইদ। এরই মধ্যে দেশে ফেরার পর সাবিনা ইয়াসমিন আগামী ঈদে বিটিভিতে প্রচারিতব্য ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানের জন্য তারই গাওয়া জনপ্রিয় গান ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ গানটি গেয়েছেন। আবার এদিকে আগামী ৩১ মে সাবিনা ইয়াসমিন চ্যানেল আইতে দীর্ঘ সময় শুটিংয়ে অংশ নেবেন। সাবিনা ইয়াসমিন জানান, শাইখ সিরাজ তাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন। যে তথ্যচিত্রের শুটিংয়ের আগেও সাবিনা ইয়াসমিনের বাসায় ও চ্যানেল আইতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আবারো চ্যানেল আইতে সাবিনা ইয়াসমিনের এই তথ্যচিত্রের শুটিং হবে। টরেন্টোর শো, ‘আনন্দ মেলা’ এবং নিজের জীবনের তথ্যচিত্র প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘টরেন্টোর শোটা খুব খুব ভালো হয়েছে।
টরেন্টো মাতিয়ে দেশে এসেও ব্যস্ত সাবিনা ইয়াসমিন
Printed Edition
