তফসিলের আগ মুহূর্তে ৮ ইউএনও ১৮ এডিসি বদলি

শামছুল ইসলাম
Printed Edition

পিরোজপুরের নাজিরপুরে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ছয় হাজার টাকা ঘুষ নেবেন বলে নির্ধারণ করে দিয়েছিলেন এসিল্যান্ড বা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। ২০২৩ সালের জুলাই মাসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় কথোপকথনের একটি অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যাতে ওই ঘুষ নেয়ার কথা বলা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনা হয়। অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কর্মকর্তাকে গতকাল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে মুন্সীগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

২০২৩ সালের জাতীয় ভূমি সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তৎকালীন রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী। তার বক্তব্যে শেখ হাসিনার সামনে তার ভূয়সী প্রশংসা করে বক্তব্যের শেষে জয়বাংলা সেøাগান দিয়ে আলোচনায় এসেছিলেন এই কর্মকর্তা। এর পর তাকে ঢাকার ডেমরা রাজস্ব সার্কেলের মতো লোভনীয় জায়গায় পদায়ন করা হয়। জয়বাংলা সেøাগান দিয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়া এই কর্মকর্তাকে গতকাল টাঙ্গাইলের ধনবাড়ীতে পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কৌশিক আহমেদকে গোপালগঞ্জ সদর, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবিরকে গোপালগঞ্জের মুকসুদপুর, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানকে মৌলভীবাজারের কমলগঞ্জ, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বিপুল সিকদারকে মৌলভীবাজারের রাজনগর, ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খানকে সিরাজগঞ্জ সদর, খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অর্ণব দত্তকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ১৮ জনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

এর মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যশোর জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার নারায়ণ চন্দ্র পালকে ঝিনাইদহে, পিএসসির উপ-পরিচালক শাহরিয়ার রহমানকে পটুয়াখালী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যশোর জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার জাকির হোসেনকে কুষ্টিয়া, আইএমইডির উপ-পরিচালক ওয়াহিদুজ্জামানকে নেত্রকোনা, দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়াকে ফেনী, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র সহকারী সচিব এ কে এম ফয়সালকে ফেনী, কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমনকে কিশোরগঞ্জ, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনকে রাজশাহী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তারকে চুয়াডাঙ্গা, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ শান্তা রহমানকে শরীয়তপুর, ব্রাহ্মণবাড়ীয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারীকে লক্ষ্মীপুর, রংপুর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেনকে ঠাকুরগাঁও, জাতীয় মহিলা সংস্থার উপ-পরিচালক অনুপ দাশকে বাগেরহাট, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক সাব্বির আহমেদকে হবিগঞ্জ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নাইম হাসান খানকে কুড়িগ্রাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব আসসাদিকজামানকে শরীয়তপুর, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব কামরুল হাসানকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।