দরবারে আলিয়া গারাংগিয়ায় বার্ষিক তরিকত সম্মেলন

Printed Edition

দরবারে গারাংগিয়া শরিফের প্রাণপুরুষ হজরত শাহসুফি মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ (রহ:) এর ৪৮তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে সাতকানিয়া গারাংগিয়া আলিয়া মাদরাসা ময়দানে মঙ্গলবার তরিকত সম্মেলন, জিকির, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান উদ্যোক্তা পীর সাহেব কেবলা শাহসুফি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচনা করেন- দরবারে আলিয়া গারাংগিয়ার আলহাজ মাওলানা শাহজাদা আনওয়ারুল হক সিদ্দিকী, সাতকানিয়া কাঞ্চনা আনোয়ারুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, চুনতি হাকিমিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, মাওলানা শাহ আলম, মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আবদুল জলিল, মাওলানা নুরুল আজিম, মাওলানা আমিনুল ইসলাম, হজরত মাওলানা ইউসুফ বিন নুরী, মাওলানা দলিলুর রহমান আল-কাদেরী, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা শাব্বির আহমদ উসমানী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী।

মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মহিউদ্দিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মীর আহমদ আনসারী, মাওলানা আব্দুল হালিম রশিদি, শাহসুফি আবদুস সালাম ফকির মাওলানা আহমদ নজির, মাওলানা আব্দুল কাদের নিজামী, আলহাজ মোহাম্মদ ইউনুস, আলহাজ আহমদ হোসাইন চৌধুরী, শাহজাদা মঈনুদ্দিন মজিদী, সাংবাদিক সোহেল তাজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে দরবারের পীর সাহেব বলেন, শাহসুফি আব্দুল মজিদ (রহ:) ছিলেন আধ্যাত্মিক জগতের এক দীপ্যমান সূর্য। বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজারো মানুষ তার সংস্পর্শ ও শিক্ষা গ্রহণের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের দিশা লাভ করেছেন। তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র মর্যাদা বজায় রেখেই আধুনিকায়ন করতে হবে। এ দেশের ৯০% মুসলমানের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে উপেক্ষা করা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। তিনি বলেন, দেশে ইসলাম প্রচার ও প্রসার হয়েছে হক্কানি তরিকতের পীর ওলীদের মাধ্যমে। অতএব, বর্তমান চতুর্মুখী ফেতনা ও মুসলিম সমাজের দ্বীনের প্রতি উদাসীনতার এই সময়ে আউলিয়াদের আদর্শ অনুসরণ করাই ইহকালে শান্তি ও পরকালে মুক্তির একমাত্র উপায়। বিজ্ঞপ্তি।