নতুন ডিজাইনের ফোল্ডেবল ফোন

প্রযুক্তি ডেস্ক
Printed Edition
নতুন ডিজাইনের ফোল্ডেবল ফোন
নতুন ডিজাইনের ফোল্ডেবল ফোন

সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোল্ডেবল ফোনের নকশা প্রকাশ করেছে স্যামসাং। ডিভাইসটি ভেতরে ও বাইরে দুই দিকেই ভাঁজ করা যাবে। ফলে অন্যান্য ফোল্ডেবলের মতো এর কভার ডিসপ্লের প্রয়োজন হবে না। সম্প্রতি একটি পেটেন্ট আবেদনে পাতলা ও ৩৬০ ডিগ্রি ভাঁজযোগ্য ফোনটি প্রদর্শন করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং, যার ভেতরের স্ক্রিনটি খোলা অবস্থায় একটি বড় ডিসপ্লে তৈরি করতে পারে। সেই সাথে ফোনের কভারকে ডিসপ্লে হিসেবে ব্যবহারের জন্য পেছনের দিকে ভাঁজ করা যায়। স্যামসাং এর আগে ২০২৩ সালে ফ্লেক্স ইন অ্যান্ড আউট নামে একটি সমতুল্য কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করেছিল। তবে ওই সময়ে এটি বাণিজ্যিকভাবে বাজারজাত হয়নি। নতুন এ পেটেন্টের ভিত্তিতে, ভবিষ্যতে এমন ডিভাইসের বাণিজ্যিক মুক্তির সম্ভাবনা রয়েছে।

মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের (ইউএসপিটিও) গত সপ্তাহে প্রকাশিত পেটেন্ট আবেদনে ভাঁজযোগ্য ফোনের বিশদ বিবরণ দেখা গেছে। নথিতে ভাঁজযোগ্য ফোনের নকশা সম্পর্কিত বেশ কয়েকটি তথ্য রয়েছে, পাশাপাশি এর নমনীয় ডিসপ্লের ৩৬০ ডিগ্রি ভাঁজ করার সক্ষমতা প্রদর্শন করে এমন চিত্রগুলোও রয়েছে। ফোল্ডেবল ফোনটিতে অতি-পাতলা কাচসহ (ইউটিজি) নমনীয় ওএলইডি স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে, যা একে সামনে ও পেছনে ভাঁজ করার সুযোগ দেয়। পেটেন্ট অ্যাপ্লিকেশন অনুসারে, ফোল্ডেবল ফোনের বাইরের অংশে একটি উঁচু অংশ রয়েছে বলে ধারণা করা হচ্ছ, যার পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। তবে এর সাথে স্ক্রিনে একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা থাকবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই। ডিভাইসটির পেছনে ক্যামেরা মডিউলের নিচে একটি ছোট ডিসপ্লে স্ট্রিপ রয়েছে, যার সাহায্যে ভাঁজ করা অবস্থাতেও নোটিফিকেশন দেখা ও অন্যান্য কাজ সম্পাদন করা যাবে।