বাউয়েট ক্যাম্পাসে মহান বিজয় দিবস উদযাপন

Printed Edition

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস-২০২৫’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে দিনের প্রথম পর্বের কর্মসূচি হিসেবে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব:) মো: শওকত হুসেন, পিএসসি এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব:.) হ্লা হেন মং, পিবিজিএমএস ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব:) মো: মনজিনুল মুবীন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টরা, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।