কূটনৈতিক প্রতিবেদক
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় ৩০ মিনিটের এই বৈঠক সম্পর্কে খলিলুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে হাইকমিশনারকে ডেকে আনি। আলোচনা করি। পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ দিন উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে দুপুর ১২টার দিকে এক সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তৌহিদ হোসেন ও খলিলুর রহমান। আর মন্ত্রণালয়ে আগে থেকেই উপস্থিত ছিলেন রিয়াজ হামিদুল্লাহ। গত সোমবার তিনি দিল্লি থেকে ঢাকা এসে পৌঁছান।



