রেডিওহেডের প্রধান গায়ক থম ইয়র্ক সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে, তিনি এখন আর ইসরাইলে পারফর্ম করবেন না। ২০১৬ সালে যখন রেডিওহেড তাদের ‘এ মুন শেপড পুল’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে তেল আবিবে কনসার্ট দেয়, তখন ব্যান্ডের বিরুদ্ধে প্রো-প্যালেস্টিনীয় আন্দোলনকারীরা বয়কটের আহ্বান জানায়। সেই সময় রেডিওহেড এই আহ্বানকে উপেক্ষা করে কনসার্টটি আয়োজন করেছিল, যা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছিল।
এখন, আট বছর পর, থম ইয়র্ক তার অবস্থান পরিবর্তন করেছেন। তিনি দ্য সানডে টাইমস ম্যাগাজিনকে বলেন, ‘এখন আমি আর কখনোই ইসরাইলে পারফর্ম করতে চাই না। আমি পাঁচ হাজার মাইল দূরে থাকতে চাই, যেখানে নেতানিয়াহু সরকারের উপস্থিতি থাকবে না।’ ২০১৬ সালের পর, থম ইয়র্ক ও তার ব্যান্ডমেটদের মধ্যে এই ইস্যুতে আলোচনা ও সমালোচনা চলতে থাকে। ২০১৭ সালে, একক কনসার্টের সময় অস্ট্রেলিয়ায় একটি প্রো-প্যালেস্টিনীয় দর্শক তাকে তীব্রভাবে সমালোচনা করলে, ইয়র্ক মঞ্চ থেকে নামতে বাধ্য হন। তিনি পরবর্তীতে এই ঘটনার ওপর একটি বিবৃতি প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, ‘আমার নীরবতা কোনোভাবেই সহমত হিসেবে নেওয়া উচিত নয়।’
থম ইয়র্ক এই সাক্ষাৎকারে আরও জানান যে, তিনি তেল আবিবে পারফর্ম করার পর, ইসরাইলি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের হোটেলে এসে ধন্যবাদ জানিয়েছিলেন, যা তাকে ‘ভীত’ এবং ‘হতাশ’ করেছিল।
থম ইয়র্ক : একজন সঙ্গীত প্রতিভা
থমাস অ্যাডাম ইয়র্ক, যা থম ইয়র্ক নামে পরিচিত, ১৯৬৮ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের উইটনি শহরে জন্মগ্রহণ করেন। তিনি রেডিওহেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান গায়ক। ১৯৮৫ সালে গঠন করা এই ব্যান্ডটি দ্রুতই সঙ্গীত জগতে একটি অদ্বিতীয় স্থান অধিকার করে। তাদের সাফল্য এবং পপ-কালচারীয় প্রভাব ব্যাপক, বিশেষ করে তাদের অ্যালবাম ‘ ওকে কম্পিউটার’ (১৯৯৭) এবং ‘কিড এ’ (২০০০) যুগান্তকারী হিসেবে বিবেচিত।
এছাড়া, থম ইয়র্কের নিজস্ব একক কাজও সমাদৃত হয়েছে। তার সঙ্গীতের মধ্যে রয়েছে একটি অদ্ভুত শৈলী, যা একদিকে গভীর বোধ এবং অন্যদিকে এক্সপেরিমেন্টাল শব্দের মিশ্রণ। তার স্বতন্ত্র গায়কী এবং সঙ্গীতশৈলী রেডিওহেডকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে।
ইসরাইল নিয়ে তার মতামত যতটা রাজনৈতিক, ততটাই মানবিক। এর আগেও তিনি একাধিকবার তার সঙ্গীতের মাধ্যমে মানবাধিকার এবং রাজনৈতিক মতাদর্শের প্রতি এক ধরনের দায়বদ্ধতা প্রকাশ করেছেন।



