সচিবালয় টপকে উপদেষ্টার গাড়ি ভাঙচুর

আইনশৃঙ্খলা বাহিনী-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৯১

Printed Edition
সচিবালয়ের ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা : নয়া দিগন্ত
সচিবালয়ের ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের গেট ধাক্কিয়ে অনুপ্রবেশ করে বিক্ষোভকারীরা। তাদের সাথে যোগ দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও। তারা সচিবালয়ের অভ্যন্তরে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িসহ ১৫টি গাড়ি ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে বের করে দেয়। তখন ওই এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দও শোনা যায়। পরে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ অন্তত ৯১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি সেøাগান দেয়।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় দুই হাজার বিক্ষোভকারী সচিবালয়ের ১ নং গেট ধাক্কাধাক্কি করে জোরপূর্বক খুলে ভেতরে ঢুকে পড়ে এবং সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তাদের নিবৃত করতে চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে আন্দোলনকারীদের সাথে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও আহত হন।

অনুপ্রবেশ করা বিক্ষোভকারীদের সচিবালয় থেকে বের করে দেয়ার পর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আব্দুল গনি রোডে অবস্থান নেয়। তখন আবারো তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। তারা ওই এলাকায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত ৯১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- নাফিসা (১৬) ও সামির (১৯)।

এ ছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসা নেয়া আহত অন্যরা হলেন- হাসান (১৮), সেরাতুল (২২), সাকিব (১৯), তানভীর (১৯), রিফাত (১৯), রিজন (২০), সামিয়া (১৮), সামির (১৯), তামিম (১৯), ইমন (২০), সিয়াম (১৮), সাকিল (২০), মেহেদী (২০), সাদমান (১৮), মারুফ (২২), সাকিব (১৮), মাহিন (১৯), রোহান (২০), হাসিব (২০), মুগ্ধ (১৯), মাহিম (২০), হাসিব (১৯), সায়েম (১৮), অজানা (২০), জিদান (২০), নিহার (২০), রায়হান (২০), রোমান (১৮), প্রান্ত (১৯), নাহিদ (২০), অন্তু (২০), বিশাল (২০), ইমরান (২০), আহনাদ (১৮), মাহি (২০), নাঈম (১৮), সামি (১৮), স্বাধীন (২০), তাসিন (১৮), ইমরান (১৯), ধ্রুব (১৯), শান্ত (২০), তানিম (২০), আজহারুল (২০), তন্ময় (১৯), জিসান (১৯), রাসেকুন (২০), পারভেজ (২০), নাঈম (১৯), বিজয় (১৭), আসাদ (২০), নিহার (২০), নাফিজ (১৮), সাহিন (২০), কিশোর (১৮), তানভীর (১৮), ফারদিন (১৯), শাহরিয়ার (২০), সাঞ্জু (১৯), রাইয়ান (১৯), কলি (১৯), আব্দুল খালেক (৬৫), হাসিব (১৮), সিনান (১৮), তাসফি (২২), মামুন (২০), রিফাত (১৮), আসাদ (২১), মাহিন (২০), আতিক (১৮), তানভীর (১৮), হাবিব হাসান (সাংবাদিক মানবজমিন) (২৪), কনা (২১), ইমন (১৯), ফাহাদ (১৮), ইয়াসিন আরাফাত শান্ত (২০) এবং শাকিল (২০) এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৪ জন। গতকাল বিকেল পৌনে ৫টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক। তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত হয়ে আনুমানিক ৯০ শিক্ষার্থী ও একজন সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সে কারণেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সব কলেজের শিক্ষার্থীরা মিলে সচিবালয় ঘেরাও করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

এসএসসিতে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থী জানান, তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ফটকে এসেছেন। এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ের সামনে এসেছেন তারা।