তিতাসে প্রবাসীর বাড়িতে ডাকাতি

Printed Edition

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাস উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে তিতাস উপজেলার মঙ্গলকান্দি গ্রামের প্রবাস-ফেরত দুলাল মিয়ার চকের বাড়িতে এ ডাকাতি হয়। ভুক্তভোগীরা জানান, রাতে বিল্ডিংয়ের গেইটের তালা কেটে ১০-১২ জন ডাকাত ভেতরে প্রবেশ করে এবং প্রধান দরজা ভেঙে রুমে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। তারা রুমের আলমারি, শো-কেসের সবকিছু ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ১৫ ভরি রূপাসহ মূল্যবান মালামাল লুট করে। তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।