আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর

আহমেদ ইফতেখার
Printed Edition
আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর
আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর

অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ উন্মোচন হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোয় অবস্থিত অ্যাপল পার্কে বার্ষিক ইভেন্টটির আয়োজন করা হবে বলে জানিয়েছে অ্যাপল। ইভেন্টে প্রযুক্তি জায়ান্টটি আইফোন ১৭ সিরিজের সাথে নতুন অ্যাপল ওয়াচ এবং অন্যান্য নতুন ডিভাইসও উন্মুক্ত করবে। অ্যাপল সাধারণত নতুন পণ্য প্রকাশের আগে বিস্তারিত তথ্য জানায় না, তবে ২০১২ সাল থেকে সেপ্টেম্বরেই নতুন আইফোন উন্মোচন হয়ে আসছে।

কোয়ালিটির পাশাপাশি আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো-এর ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে। আইফোন ১৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে।

ডিজাইনে চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আইফোন ১৭ এয়ার হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। এই সিরিজের সব মডেলেই প্রিমিয়াম গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি। লুক বদলে যাবে অনেকটা। ওজনও আগের চেয়ে হালকা হবে।

আইফোন ১৭ প্রো-ম্যাক্সে ৬.৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, আইফোন ১৭ প্রোতে ৬.৩ ইঞ্চির এবং আইফোন ১৭ এয়ারে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ারে থাকতে পারে এ১৯ চিপ। আর আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্সে এ১৯ প্রো চিপ।

স্ট্যান্ডার্ড মডেলগুলোতে ৮ জিবি র‌্যাম, আর প্রো ও প্রো ম্যাক্স মডেলে ১২ জিবি র‌্যাম থাকতে পারে। সব মডেলেরই রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্জ। আইফোন ১৭ প্রো ম্যাক্সে ট্রিপল ৪৮ এমপি ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যান্য মডেলগুলোতে থাকতে পারে ২৪ এমপি ফ্রন্ট ক্যামেরা।

আইফোন ১৭-এ যেসব নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে, সেসবের মধ্যে কোনোগুলো আগেই জায়গা করে নিয়েছে অ্যান্ড্রয়েড ফোনে। আইফোন ১৭-এর ক্যামেরা বাম্প পেছনের প্রস্থজুড়ে বিস্তৃত হবে বলে জানা গেছে। অ্যাপলের জন্য এটি নতুন হলেও অ্যান্ড্রয়েডে বেশ আগেই এমন নকশা যুক্ত হয়েছে। গুগলের পিক্সেল ৯ ফোনে এরই মধ্যে একই রকম ক্যামেরা বাম্প দেখা গেছে। পার্থক্য শুধু নকশার ধরনে। পিক্সেলের বাম্প বাঁকানো, আর আইফোনের বাম্প হতে পারে আয়তাকার।

আইফোন ১৭-এ প্রথমবার যুক্ত হতে পারে ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি। এ প্রযুক্তি ফোনের অতিরিক্ত তাপ কমায়। কিন্তু এ প্রযুক্তিও নতুন নয়। ২০১৮ সালে রেজার ফোন ২-এ এটি প্রথম ব্যবহৃত হয়। পরে স্যামসাংসহ বেশির ভাগ নির্মাতা একই প্রযুক্তিসহ ফোন নিয়ে এসেছে। সম্প্রতি পিক্সেল ১০-এ যুক্ত হয়েছে ভেপার চেম্বার কুলিং।

আইফোন ১৬ এ ৮ জিবি র‌্যাম যুক্ত করার পর এবার শোনা যাচ্ছে, আইফোন ১-এ থাকবে ১২ জিবি র‌্যাম। এটি হবে আইফোনে এখন পর্যন্ত সর্বোচ্চ র‌্যাম। মূলত নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার চালাতে বাড়তি হার্ডওয়্যার ক্ষমতা প্রয়োজন বলে র‌্যাম বাড়ানো হচ্ছে। তবে অ্যান্ড্রয়েড ফোনে ১২ জিবি র‌্যাম কোনো নতুন বিষয় নয়। স্যামসাং গ্যালাক্সি এস-২১ আলট্রাতেই ১৬ জিবি র‌্যাম ব্যবহার হয়েছিল। এখন অনেক সাধারণ অ্যান্ড্রয়েড ব্র্যান্ড ২৪ জিবি পর্যন্ত র‌্যাম দিচ্ছে।

আইফোন ১৬ প্রো-ম্যাক্সে ছিল চার হাজার ৬৮৫ এমএএইচ ব্যাটারি ধারণক্ষমতার, যা ছিল এখন পর্যন্ত আইফোনের সবচেয়ে বড় ব্যাটারি। এবার গুঞ্জন উঠেছে, আইফোন ১৭ প্রো-ম্যাক্সে আসবে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পেয়েছেন অনেক আগেই। গ্যালাক্সি এস-২০ আলট্রাতেই ২০২০ সালে প্রথম পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি যুক্ত হয়েছিল। এখন অ্যান্ড্রয়েড ফোনে এটি প্রায় খুবই সাধারণ হয়ে গেছে।