প্রশ্ন: আমার খুবই ঘনিষ্ঠ আত্মীয় তার কাছে কিছু টাকা আছে, সে আমাকে ব্যবসা করার জন্য টাকা দিছে কিন্তু আমার ব্যবসাটা এমন যে এখানে কত লাভ হচ্ছে তা সঠিকভাবে নির্ধারণ করা খুবই কঠিন। এমন অবস্থায় আমি যদি ইনসাফমতো লভ্যাংশ তাকে প্রদান করি এবং এটাতে তার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সেটা জায়েজ হবে কি না?
উত্তর: জি, জায়েজ হবে। যতটা সম্ভব হিসাব ঠিক রাখবেন।
-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট
 


