গত ৪ অক্টোবর বদিউল আলম মৌলভী বাড়ি জামে মাসজিদ, নবীপুর, ভোলায় ছাত্রদের এক সিরাত মাহফিলে বিশ্ব নবীর জীবনাদর্শ : আমাদের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছাত্রদের মাঝে অর্থ কুরআন মাজিদসহ ইসলামী সাহিত্য বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ প্রফেসর মো: ইসরাফীল, অধ্যক্ষ ভোলা সরকারি কলেজ, বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন মো: ইউনুস, স্কোয়াড্রন লিডার (অব:), বাংলাদেশ বিমান, প্রফেসর ডা: নূরে আলম সিদ্দিকী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আবু বকর সিদ্দিক, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, স্মার্ট স্কুল, মসজিদের সভাপতি, মো: মাহফুজুর রহমান, সাবেক মহাপরিচালক, ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি এবং হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের এমডি মো: শফিকুর রহমান।
এ ছাড়া এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।