বগুড়া অফিস
বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ বয়েজ ক্লাব। সদর উপজেলার এরুলিয়া হাইখোলা বালুর মাঠে এর আগে গতকাল ফাইনালে উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন তামিম ইকবাল। এ সময় তিনি বলেন, বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিক রহীম, তৌহিদ হৃদয়ের মতো প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতে পারে। প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করব ভবিষ্যতে ইনশা আল্লাহ এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মতো আবার ফিরবে। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ।
যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত
বগুড়ায় গতকাল সকাল থেকেই ছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সকাল থেকে কাক্সিক্ষত খেলা দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। দুপুরে শেষ হলো অপেক্ষার পালা। হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাড়ি। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গতকাল মাঠে নামার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু আউটফিল্ড খেলার উপযোগি না। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা।
সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ায় আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা অনিশ্চিত জেনেও সকাল থেকে স্টেডিয়ামে উপস্থিত হয় বিপুলসংখ্যক দর্শক। বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়তে থাকে দর্শক উপস্থিতি। এরই মধ্যে সকাল ১০টার পর ক্রিকেটাররা অনুশীলন শুরু করলে সবার মধ্যে আশার সঞ্চার হয়। কিন্তু বেলা সোয়া ১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। শেষপর্যন্ত খেলা না হওয়ায় প্রায় তিন হাজারেরও অধিক দর্শক ৪ ঘণ্টার বেশি সময় গ্যালারিতে অপেক্ষার পর হতাশা নিয়ে ঘরে ফিরে। যার ফলে দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ অক্টোবর ডিএল মেথডে ৫ রানে জয় পেয়েছিল যুবা টাইগাররা। সেদিনও প্রায় ১২ হাজারেরও অধিক দর্শক পূরো খেলা দেখতে না পেরে হতাশ হয়েছিলেন। আউটফিল্ডের কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচও না হওয়ায় দর্শকরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ার সংস্কারের দাবি জানান।



