নড়াইল প্রতিনিধি
ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে নড়াইলে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই শহীদ পরিবার’ এবং ‘জুলাই যোদ্ধারা’। গত বুধবার নড়াইল প্রেসকাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জুলাই শহীদ রবিউল ইসলাম লিমনের স্ত্রী সাবরিনা আক্তার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, জুলাই শহীদ রবিউলের চাচা মোল্যা আহমেদ সাঈদ টুলু, জুলাইযোদ্ধা আবদুর রহমান মেহেদীসহ অনেকে।
এ সময় নিহত রবিউল ইসলাম লিমনের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, আমার স্বামী মিথ্যা অপবাদ নিয়ে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর পরও অপবাদ ছড়ানো হচ্ছে। পরিবারের ওপর মানসিক যন্ত্রণা বাড়ছে।
তিনি বলেন, একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত ১৫ সেপ্টেম্বর ‘জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে আমার স্বামীকে জড়িয়ে মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে। আমার স্বামীকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। লিমন শহীদ জুলাই নয়, পত্রিকায় এমন ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। অথচ, আমার স্বামী জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। তখন আমি চার মাসের গর্ভবতী। স্বামী হারানোর বেদনা সহ্য করে শিশুসন্তানকে বুকে ধারণ করে আমি কোনো মতে জীবনধারণ করছি। এরই মধ্যে পত্রিকার খবরে আমার স্বামীকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। আমাদের দাবি, প্রকাশিত প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। ভুল তথ্যের জন্য ভুক্তভোগী পরিবার ও শহীদদের কাছে দুঃখপ্রকাশ করতে হবে।
এদিকে আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ বলেন, গত ১৫ সেপ্টেম্বর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।