ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদি পদযাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়। ফজরের নামাজের পর এ জিয়ারত অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দু’টি পথ খোলা ছিল আজাদির জোট এবং গোলামির জোট। যেখানে আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি পরাধীনতার শিকার, সেখানে লুটতরাজকারী ও অর্থ পাচারকারীরা আবার ক্ষমতার আশায় বিভিন্ন দরজায় মাথা নত করছে। তখন আমাদের সামনে প্রশ্ন দাঁড়ায় আমরা কি গোলামির পক্ষে যাবো, নাকি আজাদির পক্ষে?
তিনি বলেন, এ প্রশ্নের জবাব হিসেবেই আমরা আজাদির জোট বেছে নিয়েছি। আমাদের ১১ দলীয় জোট বাংলাদেশের আজাদি নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদির লড়াই শুরু করেছিলেন, তা সম্পন্ন করাই এখন এনসিপির প্রধান দায়িত্ব। তার স্মৃতি ও আদর্শ ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নতুন করে ‘আজাদি যাত্রা’ শুরু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি দলীয় দাসত্ব পরিহার করে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় গণতান্ত্রিক আন্দোলন আরো জোরদার করা হবে।
এ সময় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির, সেক্রেটারি আল আমিন সরকারসহ এনসিপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



