আওয়ামী ফ্যাসিস্টদের দখলে বরিশাল বিশ্ববিদ্যালয়

অনুসন্ধানী প্রতিবেদন

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো
Printed Edition

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফ্যাসিস্ট শেখ হাসিনার গদি টিকিয়ে রাখতে গত বছরের ৪ আগস্ট গোপন সভা হয়েছিল। সেই বৈঠকে অংশ নেয়া শিক্ষকদের অনেকেই এখনো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে বহাল রয়েছেন। জুলাই আন্দোলন দমন, এক দফা দাবি প্রত্যাখ্যান ও অভ্যুত্থানপন্থী ছাত্র-শিক্ষকদের হুমকি দেয়ার অভিযোগ থাকা সত্ত্বেও এই শিক্ষকরা ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। এমনকি ফ্যাসিবাদের দোসর এসব শিক্ষকদের বিচারের আওতায় না এনে বরং তড়িঘড়ি করে ‘অধ্যাপক’ পদে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থী ও অভ্যুত্থানপন্থী শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দু’টি করে নিয়োগ বোর্ড বসিয়ে এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। অধ্যাপক পদে চলমান এ পদোন্নতি প্রক্রিয়া নিয়ে অডিট আপত্তি তুলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে ইউজিসির এ আপত্তি তোয়াক্কা করেননি উপাচার্য।

আওয়ামীপন্থী ও ফ্যাসিস্টের দোসর শিক্ষকদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করলেও তাতে গুরুত্ব দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক পর্যায়ে বিক্ষোভের মুখে পদ হারাতে হয়েছে সাবেক উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনকে। এরপর গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তৌফিক আলম। এরপর ১০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। কিন্তু তার দায়িত্ব পালনের পাঁচ মাস পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং এই শিক্ষকদের সাথে বিভিন্ন সময়ে শলাপরামর্শ করতে দেখা যাচ্ছে।

চলতি বছরের ১৯ এপ্রিল শেখ হাসিনার গদি রক্ষায় ববি শিক্ষকদের গোপন ভিডিও ফাঁস হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ফাঁস হওয়া ১ ঘণ্টা ৩০ মিনিটের ভিডিওতে মোট ১৩ শিক্ষককে হাসিনার গদি রক্ষায় বিভিন্ন ফন্দিফিকির এঁটে বক্তব্য দিতে ও শিক্ষার্থীদের এক দফার বিরুদ্ধে বিষোদগার করত দেখা যায়। এমনকি এক দফার পক্ষে থাকা সব শিক্ষক-শিক্ষার্থীকে যেকোনোভাবে প্রতিহত করার হুমকিও দেয়া হয় সেই মিটিংয়ে। ভিডিও ফাঁস হওয়ার পরে এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থীরা। তাদের দাবিকে ভ্রƒক্ষেপ না করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে তাদের পুনর্বাসন করেছেন সাবেক উপাচার্য ড. শূচিতা শরমিন। এমনকি সেই মিটিংয়ে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেয়া শিক্ষককে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপসারণ করেন তিনি।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষকদের বেশির ভাগই ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার মাঝি হিসেবে ভূমিকা পালন করেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষে নৌকা মার্কায় প্রচার চালাতে ২০২৩ সালের ১০ মে ইতিহাস বিভাগের শিক্ষক আবদুল বাতেন চৌধুরীকে আহ্বায়ক করে বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষকদের একটি কমিটি করা হয়। গোপন সভায় অংশ নেয়া এই শিক্ষকদের বেশির ভাগই ওই কমিটির সদস্য ছিলেন এবং সেসময় পাঠদান বন্ধ রেখে অফিস সময়ে রাস্তায় ও বাজারে নেমে নৌকার জন্য ভোট চেয়েছিলেন তারা।

অভিযুক্ত শিক্ষকদের মধ্যে তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ও ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক ড. আবদুল বাতেন চৌধুরী; সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তারেক মাহমুদ আবির; মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের দরপত্র মূল্যায়ন কমিটির ক্লাস্টার-২-এর আহ্বায়ক ড. আবদুল কাইউম; লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. ইসরাত জাহান; মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের জামাল উদ্দিন; ইংরেজি বিভাগের বিভাগের চেয়ারম্যান, কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়সার এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা দিল আফরোজ খানম উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. বাতেন গোপন সভায় শিক্ষার্থীদের এক দফা দাবিকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করা সহ হাসিনার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই বলে দীর্ঘ বক্তব্য দেন। এই শিক্ষক বর্তমানে ইতিহাস বিভাগের চেয়ারম্যান। এ ছাড়া এখনো মূল্যায়ন কমিটির সদস্য এবং ক্লাস্টার-১-এর আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আছেন।

শেখ হাসিনার পাশে থাকার আশ্বাস দেয়া তৎকালীন প্রক্টর ড. কাইউমও দাপটের সাথে বহাল আছেন। জুলাই আন্দোলনকারী এবং তাদের সমর্থনকারী শিক্ষকদের কঠোর হস্তে দমনের হুমকিও দিয়েছিলেন এই শিক্ষক। বর্তমানে তিনি মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। দরপত্র মূল্যায়ন কমিটির (ক্লাস্টার-২) আহ্বায়কের পদও তার দখলে। এ ছাড়া দুই-একটি অর্থবণ্টন ও অর্থসংশ্লিষ্ট কমিটিতেও আছেন বলেও জানা গেছে।

বর্তমানে ব্যবসা অনুষদের ডিন হওয়ার জন্য নানা তৎপরতা চালাচ্ছেন ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ১২ নম্বর সদস্য ড. কাইউম।

অন্য দিকে ড. কাইউমের স্ত্রী ড. ইসরাত জাহানও ফ্যাসিবাদের গদি রক্ষার সভায় অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে বহাল আছেন। জানা গেছে, এই দম্পতি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দাপটের সাথে এখনো অবস্থান করছেন।

হাসিনার গদি বাঁচানোর সভায় ফ্যাসিবাদের পক্ষে সবচেয়ে বেশি সরব ছিলেন তৎকালীন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ৫ নম্বর সদস্য, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তারেক মাহমুদ আবির। তিনি এখনো মূল্যায়ন কমিটির সদস্য পদ দখল করে আছেন এবং নানাভাবে বিভিন্ন কার্যক্রমে প্রভাব খাটাচ্ছেন।

ষড়যন্ত্রের ওই সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে হুমকি দেয়া শিক্ষক জামাল উদ্দিন এখন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গোপন সভায় বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষক ও ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ২ নম্বর সদস্য মোহাম্মদ তানভীর কায়সার। তিনিও বর্তমানে বিভাগের চেয়ারম্যান এবং কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে বহাল আছেন। সেই সভায় গণহত্যাকারী হাসিনার জন্য দুঃখে গলা ধরে আসা এবং আবেগে কথা বলতে না পারার মতো কান্নাজড়িত পরিবেশ সৃষ্টি করা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা দিল আফরোজ খানমও আছেন দাপটের সাথে। সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ৭ নম্বর সদস্য ও গণিত বিভাগের শিক্ষক ড. হেনা রানী বিশ্বাস, ড. শফিউল আলম, ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ড. আবদুল্লাহ আল মাসুদ, আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার ও পদার্থ বিভাগের শিক্ষক ড. খোরশেদ আলম শিক্ষার্থীদের এক দফার বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেন। বর্তমানে তারাই অধ্যাপক পদে পদোন্নতি পেতে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি তুলেছেন, দলীয় লেজুড়বৃত্তি করা ও নিজ স্বার্থে গণহত্যাকারীকে টিকিয়ে রাখতে এমন ঘৃণ্য সমর্থন দেয়া নৈতিকতা বিবর্জিত কাজ। ওই সভায় অংশ নেয়া শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়েরও দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘নতুন উপাচার্যের কাছে বারবার দাবি জানিয়েছি, যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছেন ও ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। কোনো লাভজনক পদে যেন তারা থাকতে না পারেন। কিন্তু তিনি এখনো আমাদের কথায় কর্ণপাত করেননি। তার এই নির্লিপ্ততা উদ্বেগজনক।’

এ বিষয়ে অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আলিম বছির বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে। ইস্যুটি জটিল হলেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয়ায় সেই সভায় তোপের মুখে পড়া ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন উদ্দীন বলেন, “ডিন-চেয়ারম্যান এগুলো একাডেমিক পদ। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ থাকে কিংবা বিভাগীয় তদন্ত চলমান থাকে সেক্ষেত্রে উপাচার্য চাইলে তাকে পদ থেকে অব্যাহতি দিতে পারেন। এটা সম্পূর্ণ উপাচার্যের এখতিয়ার। তিনি চাইলেই পারেন।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘‘বিষয়টি আমাদের নজরে আছে, পর্যবেক্ষণ করছি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করে সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেবো।