ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ আলোচনায় আসার আগ থেকেই চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন। বিএনপিতে কে একক মনোনয়ন পাবেন সে বিষয়ে অনিশ্চিয়তা থাকলেও জামায়াতে ইসলামীর এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াতের একক প্রার্থী দলীয় প্রচারণায় এখন থেকেই ব্যস্ত সময় পার করছেন।
পবিত্র ঈদুল আজহার পরে প্রার্থীরা ভোটারদের কাছে যেতে শুরু করেছেন। প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের দলীয় কৌশল অবলম্বন করে নানা সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছে। পোস্টার, ব্যানার ছাপিয়ে প্রচারণাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব হয়ে উঠছেন।
চাঁদপুর-১ (কচুয়া) : এ আসনে মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তৎকালীন বিএনপি জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশে নকল প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখেন। এই আসেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বিএনপির অপর সম্ভাব্য প্রার্থীরা হলেন মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, ঢাকা মহানগর উত্তর বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন নূর, অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান।
এই আসনে এনসিপির প্রার্থী ড. আরিফ হোসেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন (এনায়েত হাসিব), বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি আনিছুর রহমান কাসেমী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ রবিউল ইসলাম রুবেল। জাপাসহ অন্যান্য দল এখনো এ আসনে প্রচারণায় আসেনি।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) : এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা: আবদুল মোবিন। বিএনপির অপর সম্ভাব্য প্রার্থীরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. তানভীর হুদা, ব্যারিস্টার ওয়াদুর রহমান টিপু, অধ্যাপক ডা: শামীম, ডা: মাহবুবুর রহমান শামীম, সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর, ড. আনিছুল আউয়াল।
অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাওলানা মানছুর আহমেদ, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের আহমেদ (রাব্বি) ও যুগ্ম সদস্যসচিত বিএম গোলাপ হোসেন এবং ইসলামী আন্দোলনের সানোয়ার হোসেন।
বিএনপি-জামায়াতের প্রার্থীরা ৫ আগস্টের পর থেকেই এলাকায় সক্রিয়। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ঈদ পরবর্তী সময়ে একাধিক ইউনিয়ন ও পথসভায় নেতাকর্মী এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় গণসংযোগকালে গত ৯ জুন প্রায় শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) : এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্যরা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি ও জেলা বিএনপির উপদেষ্টা প্রবাসী আজম খান। গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, ইসলামী আন্দোলনের জেলার সাবেক সভাপতি শেখ মুহা: জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। জামায়াতের মনোনীত প্রার্থী জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বিএনপির অপর প্রার্থীরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান ও মোতাহার হোসেন পাটওয়ারী, হুমাউন কবির বেপারী, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, নাজিম উদ্দিন, লায়ন আল আমিন ও কাজী রফিক।
এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মকবুল হোসেন ও মাওলানা দেলোয়ার হোসেন। গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলার সদস্যসচিব মো: মাহমুদুল হাসান ও সদস্য সিএমএ গালিব। ৫ আগস্টের পর থেকে তারা রাজনৈতিক মাঠে সক্রিয়। উপজেলার প্রত্যেক ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন দলীয় প্রার্থীরা।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসাইন। এ ছাড়া রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। বিএনপি থেকে ব্যারিস্টার কামাল উদ্দিন ও শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনও সম্ভব্য প্রার্থী বলে জানা গেছে।
এই আসনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী হাফেজ মোহাম্মদ শাহাদাত প্রধানিয়া, জামাল মিয়া, আ: মতিন, আহলে সুন্নাত ওয়াল জামাত/ইসলামিক ফ্রন্ট আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ ও গণঅধিকার পরিষদের হাজী মোহাম্মদ ইউনুস, কুয়েত প্রবাসী। এ আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাবেক নেতাদের সাথে মতবিনিময় করছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
চাঁদপুরের পাঁচটি আসনে এনসিপি ও গণঅধিকার পরিষদের কিছুসংখ্যক নেতা ঈদ পূর্ববর্তী সময়ে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে সক্রিয় থাকলেও ঈদুল আজহা পরবর্তী সময়ে তাদের দেখা যায়নি।