দীর্ঘ ৩০ বছর পর বরিশাল-৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় কর্মী-সমর্থকরা। সর্বশেষ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার সুযোগ হয়েছিল তাদের।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীক পান ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। খবরটি ছড়িয়ে পড়ার পর হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের মিডিয়া সেলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ বলেন, ১৯৯৬ সালের পর এই প্রথম আমরা আবার দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে পারছি। এই দীর্ঘ সময়টি ছিল আমাদের জন্য অপেক্ষা ও বঞ্চনার। এবার জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ ফিরে পেয়েছি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রত্যাবর্তন আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।
উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট গঠিত হওয়ায় আসনটি জোটের প্রধান শরিক বিএনপিকে ছেড়ে দেয়া হয়েছিল। ২০০৮ সালেও জোটের হয়ে বিএনপির প্রার্থী নির্বাচন করেন। ২০১৪ ও ২০২৪ সালে বিএনপি-জামায়াত জোট জাতীয় নির্বাচন বর্জন করে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন নাগরিক ঐক্যের প্রার্থী ও সাবেক বিএনপি নেতা নুরুর রহমান জাহাঙ্গীর। এবার এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। এখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।



