পাসওয়ার্ডমুক্ত হবে আগামীর ইন্টারনেট

প্রযুক্তি ডেস্ক
Printed Edition
পাসওয়ার্ডমুক্ত হবে আগামীর ইন্টারনেট
পাসওয়ার্ডমুক্ত হবে আগামীর ইন্টারনেট

প্রতিনিয়ত প্রযুক্তির বিকাশের সাথে সাথে আমাদের অনলাইন নির্ভর অ্যাকাউন্ট ও ডিভাইসের ওপর নির্ভরতা বাড়ছে। ডিজিটাল জগতে প্রবেশের পাশাপাশি ব্যক্তির সুরক্ষায় ব্যবহৃত পাসওয়ার্ড নানা জটিলতা সৃষ্টি করছে। তথ্য ফাঁস থেকে শুরু করে ফিশিং স্ক্যাম, পাসওয়ার্ডভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বিভিন্ন গবেষণায়। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ভাবছেন, কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট বিশ্বে নিরাপদ থাকা যায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাসওয়ার্ডের বিকল্প হিসেবে বায়োমেট্রিকস (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশন) এবং অন্যান্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এসব পদ্ধতি শুধু ব্যবহারকারীর জন্য সহজই নয়, নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি শক্তিশালী। পাসওয়ার্ডের যুগ শেষ হয়ে গেলে সাইবার হামলার ঝুঁকি অনেকাংশে কমে যেতে পারে বলে মনে করছেন তারা।

কোয়ান্টাম ও রিয়াল-টাইম এআই প্রযুক্তির অগ্রগামী উদ্ভাবক ‘টেকলিয়াম’ অনলাইন নিরাপত্তা সম্পর্কে মানুষের ধারণা বদলে দিচ্ছে। প্রতিষ্ঠানটির সিইও জেসন হো এমন একটি ভবিষ্যতের কথা বলছেন, যেখানে ব্যবহারকারী কোনো পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন ছাড়াই নিরাপদে অনলাইনে ঘোরাফেরা করতে পারবেন। নতুন সুরক্ষিত ব্যবস্থা অনলাইনে ব্যবহারকারীকে নিরাপত্তা দেবে।

টেকলিয়ামের সিইও হো জানান, কোম্পানির কাছে ইন্টারনেট নিরাপদ করার প্রযুক্তি রয়েছে এবং তারা এটি বাস্তবায়ন করছে। ডিজিটাল জগতে নিরাপত্তার জরুরি প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে ‘ইকিউসি’ প্রযুক্তি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে। কোয়ান্টাম আনসার্টেইন্টি প্রযুক্তির ব্যবহার করে প্ল্যাটফর্মটি এআই-চালিত স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম ও উন্নত ডিভাইস পেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট প্রবেশ সম্ভব করেছে। টেকলিয়ামের দাবি, সিস্টেমটি ডাটা ও ডিভাইস উভয়কেই সুরক্ষিত রাখে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব।