উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চলে বোরো মৌসুমে জমি চাষের প্রধান ভরসা হয়ে উঠেছে ‘নৌকা টিলার’। নরম মাটি ও বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকার কারণে যেখানে পাওয়ার টিলার বা ট্রাক্টর ব্যবহার করা যায় না, সেখানে স্থানীয় উদ্ভাবনী কৌশলে তৈরি নৌকা টিলার কৃষকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
গতকাল শুক্রবার সরেজমিন উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে দেখা যায়, কৃষক নিখিল সমদ্দার, নুহু মিয়াসহ একাধিক চাষি নৌকা টিলারের মাধ্যমে বোরো জমি প্রস্তুত করছেন। কৃষক নুহু মিয়া জানান, আগে গরুর হালই ছিল বিলাঞ্চলের একমাত্র ভরসা। কিন্তু সময়ের সাথে গরুর হাল কমে যাওয়ায় জমি চাষে সঙ্কট তৈরি হয়। সেই সঙ্কট কাটাতে দুই বছর আগে স্থানীয় কৃষক জাকির মোল্লা নিজ উদ্যোগে নৌকা টিলার তৈরি করেন।
জানা গেছে, স্টিল বডির নৌকার ওপর ডিজেলচালিত ইঞ্জিন বসিয়ে বিশেষভাবে সংযুক্ত ২০টি লোহার লাঙলের মাধ্যমে এই যন্ত্র দিয়ে পানিতে ভাসমান অবস্থায় জমি চাষ করা হয়। উদ্ভাবনের পরপরই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলে গত দুই বছরে বিলাঞ্চলে স্থানীয়ভাবে একাধিক নৌকা টিলার তৈরি হয়েছে।
কৃষক নিখিল সমদ্দার বলেন, নৌকা টিলার চালু হওয়ার পর বিলাঞ্চলের জমি দ্রুত ও তুলনামূলক কম খরচে চাষ করা সম্ভব হচ্ছে। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে।
নৌকা টিলারের উদ্ভাবক জাকির মোল্লা জানান, একটি নৌকা টিলার তৈরি করতে প্রায় ৬৫ হাজার টাকা খরচ হয়। বর্তমানে প্রতি বিঘা জমি চাষে এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা নেয়া হচ্ছে। জ্বালানি ও শ্রমিক খরচ বাদ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার টাকা লাভ হচ্ছে বলে জানান তিনি।
উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস বলেন, বিলাঞ্চলের নরম মাটি ও জলাবদ্ধতার কারণে আধুনিক যন্ত্র ব্যবহার কঠিন। সেখানে নৌকা টিলার কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে। এতে বোরো আবাদে নতুন গতি এসেছে এবং কৃষকদের উৎপাদন কার্যক্রম সহজ হয়েছে।



