ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ বিশ্লেষণ ও আর্থিক যাচাইয়ের পর বিসিবি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার, সিলেট ইউনাইটেড ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। রংপুরের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রামের মালিকানা ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর মালিকানা নাবিল গ্রুপ, ঢাকার মালিকানা চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান কনসোর্টিয়াম) এবং সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি। প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর, ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্ট। ১৬ জানুয়ারি পর্দা নামবে।’



