মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
সম্ভাব্য জলধারা চিহ্নিতকরণ ও ভূপ্রাকৃতিক মানচিত্রায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাঠপর্যায়ে জরিপ শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক বহিরাঙ্গন কর্মসূচির আওতায় তিন সদস্যের একটি জরিপ দল এ কার্যক্রম পরিচালনা করছে।
রোববার জরিপ দলের প্রধান ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-পরিচালক নাজওয়ানুল হক হালদাপাড় সংলগ্ন যোগ্যাছোলা ও আছারতলী এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, পাহাড়ি এলাকায় পানির স্তর ও জলধারা নির্ণয়ে ভূতাত্ত্বিক জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি কাজে পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় এই তথ্য কার্যকর ভূমিকা রাখবে।
তিনি জানান, সমতল এলাকার তুলনায় পাহাড়ি অঞ্চলের ভূতাত্ত্বিক তথ্য অপ্রতুল থাকায় পানির প্রকৃত অবস্থা অজানা থেকে যাচ্ছে। এ কারণে হালদা নদীর উজানসহ বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা জাতীয় তথ্যভাণ্ডারে সংরক্ষণ করা হবে।



