রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন আপাতত ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কোনো পরিকল্পনা করছে না। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে তিনি ‘সংযমের অংশ’ হিসেবে উল্লেখ করেছেন। গত রোববার ওয়াশিংটন যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘না, এখনই নয়।’ তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধ বাড়াতে চাই না। আমাদের লক্ষ্য হলো কৌশলগত ভারসাম্য বজায় রাখা।’
ইউক্রেন দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে, যা রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র সরবরাহের বিষয়ে কিছু ন্যাটো সদস্য রাষ্ট্র এরইমধ্যে আলোচনা করেছে এবং বিকল্প উৎস থেকে সরবরাহের প্রস্তাবও দেয়া হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো তাতে সম্মতি দেয়নি। টমাহাক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে ট্রাম্পের এই অবস্থান এমন এক সময় এলো, যখন ইউক্রেনের সেনাবাহিনী পোক্রোভস্ক শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করছে। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে, টমাহাক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য কৌশলগত সুবিধা আনতে পারে, তবে এর ব্যবহার যুদ্ধের মাত্রা বাড়িয়ে দিতে পারে। রাশিয়া এর আগে হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেনকে টমাহাক সরবরাহ করা হলে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের অস্ত্র সরবরাহ সরাসরি সঙ্ঘাতকে উসকে দেবে এবং এর দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।’
 


