টেবিল কী-২

জানা-অজানা

Printed Edition
টেবিল কী-২
টেবিল কী-২

বিভিন্ন ধরনের টেবিল আছে- পড়ার টেবিল, লেখার টেবিল, খাবার টেবিল (ডাইনিং টেবিল), আঁকার টেবিল (ড্রয়িং টেবিল), কম্পিউটার টেবিল ইত্যাদি।

কী দিয়ে টেবিল তৈরি করা হয়? সাধারণত কাঠ দিয়ে। এ ছাড়া প্লাস্টিক, লোহা, ইস্পাত দিয়েও টেবিল তৈরি করা হয়।

টেবিলের আকৃতিও বিভিন্ন ধরনের হয়। যেমন- চারকোনা, ডিম্বাকৃতি, গোলাকৃতি ইত্যাদি। এবার কয়েকটি অদ্ভুত টেবিলের ছবি দেখো।