ঠাকুরগাঁওয়ে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা

Printed Edition
ঠাকুরগাঁওয়ে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁওয়ে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বৈধ ঘোষণা করা হয়েছে ঠাকুরগাঁও-১ আসনে জমা দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র। গত শনিবার সকাল পৌনে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রাশাসক ইশরাত ফারজানা।

এ ছাড়াও ঠাকুরগাঁও-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এই আসনে উল্লিখিত তিন প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, বিএনপি প্রার্থী ডা: আব্দুস সালাম, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) জেড মর্তুজা তুলা, জাতীয় পার্টির নুরন্নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক হাসান ও এবি পার্টির নাহিদ রানার মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। এ আসনে স্থগিত করা হয়েছে ইসলামী আন্দোলনের রেজাউল করিম ও কমিউনিস্ট পার্টির সাহাব উদ্দিন আহাম্মেদের মনোনয়পত্র।

ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াত প্রার্থী মিজানুর রহমান, বিএনপির জাহিদুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, ইসলামী আন্দোলনের মো: আল আমিন, মুসলিম লীগের খলিলুর রহমান, কমিউনিস্ট পার্টির শাহজাহান আলম, বিজেএমসির কমলাকান্ত রায়, সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, জাতীয়পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র। মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালি উল্লাহ্সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।