ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরান একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট গণমাধ্যম মিজান এ খবর জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম আলি আরদেস্তানি বলেও জানানো হয়েছে।
ইসরাইলের সাথে কয়েক দশকের ছায়াযুদ্ধে আটকে পড়া ইরান ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগসাজশ এবং ইরানে মোসাদের কার্যক্রমে সহযোগিতার দায়ে অসংখ্য মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ‘দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে আলি আরদেস্তানিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের অনুমোদন ও সব আইনি প্রক্রিয়া শেষে তা কার্যকর করা হয়েছে,’ মিজানের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়িয়েছে। গত বছরের জুনে ইরান-ইসরাইল সঙ্ঘাত ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এখন প্রায় প্রতি মাসেই এ ধরনের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া যাচ্ছে।



