মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা চালক ইয়াসিন (১৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে ঢাকা মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার লাশ নিয়ে থানায় আসলে ইয়াসিনের পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। নিহত ইয়াসিন উপজেলার আরধীপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পিতা ইউসুফ আলী বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে উপজেলার দয়াহাটা নাপিতবাড়ি এলাকায় স্থানীয় খালেদা আক্তার নামের এক নারীর সাথে অটোরিকশা চুরি নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারের নেতৃত্বে হৃদয় মোল্লা, মোয়াজ্জেম ও সেই নারীর আত্মীয়-স্বজনসহ ১০-১২ জন দুর্বৃত্ত ইয়াসিনকে তিন দফায় মারধর করে গুরুতর আহত করে।
স্থানীয়রা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের পিতা ইউসুফ আলীর অভিযোগ, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে আটক করে তিন দফায় মারধর করে। পানি চাইলে পানির সাথে কিছু মিশিয়ে খেতে দেয়, এর পরই সে আরো অসুস্থ হয়ে পড়ে।’
শ্রীনগর থানা ওসি নাজমুল হুদা খান জানান, ‘ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’



