রয়টার্স
চিরবৈরী দুই প্রতিবেশী উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যন্ত বিপজ্জনক এই পরিস্থিতিতে যেকোনো সময় উভয় দেশের মধ্যে সংঘর্ষ শুরু হতে পারে। এই সঙ্কটের অবসানে পিয়ংইয়ংয়ের সাথে সংলাপে বসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং মন্তব্য করেছেন।
সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়া থ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে’ রয়েছে; যেখানে যেকোনো সময় সংঘর্ষের সূত্রপাত হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, সিউলের যোগাযোগের আহ্বানে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া। একই সাথে সামরিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে পিয়ংইয়ং। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর আর কখনোই সীমান্তে এমন পরিস্থিতি দেখা যায়নি।
লির বরাত দিয়ে ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তঃকোরীয় সম্পর্ক এখন অত্যন্ত শত্রুতাপূর্ণ ও মুখোমুখি অবস্থায় রয়েছে। ন্যূনতম আস্থার অভাবে উত্তর কোরিয়া কিছু ক্ষেত্রে অত্যন্ত বৈরী আচরণ প্রদর্শন করছে।’
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে অংশ নেয়ার পর সেখান থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করা বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন ছিল। তিনি বলেছেন, গত ১৭ নভেম্বর উত্তর কোরিয়াকে সামরিক আলোচনা শুরুর বিষয়ে প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।



