ইএসজি সার্টিফিকেট কোর্স চালু করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তি

Printed Edition

ব্র্যাক ইউনিভার্সিটিতে চালু হতে যাচ্ছে বাংলাদেশের রফতানিমুখী শিল্পখাত বিশেষ করে তৈরি পোশাক খাতের উপযোগী পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) সার্টিফিকেট কোর্স। এ উপলক্ষে রোববার, ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্ট। ইএসজির পূর্ণরূপ হলো এনভায়রনমেন্ট (পরিবেশ), সোশাল (সামাজিক) এবং গভর্ন্যান্স (সুশাসন), যা হলো একগুচ্ছ মানদণ্ড। এটি ব্যবহৃত হয় কোনো প্রতিষ্ঠানের পরিবেশগত ও সামাজিক প্রভাব পরিমাপ করা জন্য। সাধারণত বিনিয়োগের ক্ষেত্রে ইএসজি ব্যবহৃত হয়। সেই সাথে গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও এর প্রাসঙ্গিকতা রয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার আরিফুল ইসলাম এবং সুইসকন্টাক্টের পক্ষে স্বাক্ষর করেন ফারজানা আমিন।

এতে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ইএসএসের চেয়ারপারসন প্রফেসর ওয়াশিকুর রহমান খান, প্রফেসর সৈয়দ এ মামুন এবং অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার। ছিলেন বাংলাদেশে সুইডেন দূতাবাসের ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল; সুইসকন্টাক্টের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন; প্রোগ্রেস প্রকল্পের কো-অর্ডিনেটর সায়েদুল আরেফিন; সিনিয়র অফিসার নওশীন আনজুম এবং সিনিয়র অফিসার সৈয়দা সুহাইমা আহমেদ। বিজ্ঞপ্তি।