হাদিসের কথা

মুসলিম বান্দার কষ্ট দেখে আল্লাহ গুনাহ মাফ করে দেন

Printed Edition
মুসলিম বান্দার কষ্ট দেখে আল্লাহ গুনাহ মাফ করে দেন
মুসলিম বান্দার কষ্ট দেখে আল্লাহ গুনাহ মাফ করে দেন

হজরত ইবনে মাসউদ রা: বলেন, আমি নবী সা:-এর কাছে গেলাম। তিনি জ্বরে ভুগছিলেন। আমি তাঁকে বললাম, ইয়া রাসূলুল্লাহ! আপনি তো ভীষণ জ্বরে ভুগছেন। তিনি বলেন- হ্যাঁ, তোমাদের মতো দু’জনের সমান জ্বরে ভুগছি। আমি বললাম, আপনার জন্য দ্বিগুণ ছওয়াব সে জন্য কি? তিনি বলেন- হ্যাঁ, ঠিক তাই। যেকোনো কষ্টদায়ক বস্তু দ্বারা, তা কাঁটা কিংবা অন্য কোনো বেশি কষ্টদায়ক কিছু হোক না কেন, মুসলিম বান্দা কষ্ট পেলে আল্লাহ অবশ্যই সে কারণে তার গুনাহ মাফ করে দেন। আর তার ছোট গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে পড়ে যায়।

-বুখারি, মুসলিম