পূজায় আমদানি বন্ধ

সাতক্ষীরায় কাঁচা মরিচের দাম ২০০ টাকা কেজি

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে গত রোববার থেকে টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি বন্ধের সুযোগে মাত্র একদিনের ব্যবধানে সাতক্ষীরার বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে এক শ’ টাকা। ফলে একদিন আগের ১২০ টাকার কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। আজকের মধ্যে দাম ৩০০ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। ফলে হঠাৎ করে দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

গতকাল সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে ভারতীয় আমদানিকৃত কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। গত শনিবার যা ছিল মাত্র ১২০ টাকা কেজি। খুচরা বাজারে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। অথচ আমদানিকারকদের কাগজপত্র অনুযায়ী, সব খরচ মিলিয়ে ভারত থেকে প্রতি টন মরিচ এনে বন্দরে পৌঁছতে প্রতি কেজিতে সর্বোচ্চ খরচ পড়ছে ৮০ থেকে ৮৫ টাকা। দুর্গাপূজা উপলক্ষে আমদানি বন্ধের সুযোগ নিয়ে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

হঠাৎ করে এমন চড়া দামের জন্য বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। শহরের পলাশপোল এলাকার সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, মরিচের দাম এত বেশি যে, কিনতেই কষ্ট হচ্ছে। বাজারে কোনো তদারকি নেই। কয়েক দিন আগেও যে মরিচ খুচরা ১৫০ টাকা কেজি ছিল, আজ তা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। মজুদ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্য দিকে বিক্রেতাদের দাবি, তারা ক্রয়মূল্যের ওপর নির্ভর করেই দাম নির্ধারণ করেন। সুলতানপুর বড় বাজারের পাইকারি কাঁচামরিচ বিক্রেতা তুহিন হোসেন জানান, টানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে দেশী কাঁচামরিচ নেই বললে চলে। যে কারণে ভারত থেকে আমদানি করা মরিচের ওপরই আমাদের নির্ভর করতে হচ্ছে।

বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ি মহিদুল ইসলাম জানান, শনিবারেও আমরা কাঁচামরিচ ১৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। কিন্তু আজ পাইকারি বাজার থেকে ২২০ টাকা কেজি দরে মরিচ কিনতে হয়েছে। বাধ্য হয়ে আমরা ২৫০ টাকা বিক্রি করছি।

ভোমরা বন্দরের আদানিকারক মামুন হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দর পাঁচ দিনের জন্য বন্ধ হয়ে গেছে। মরিচ আমদানিও বন্ধ রয়েছে। মজুদ কমে যাওয়ার সাথে বাজারে সরবরাহও কমে যায়। ফলে চাহিদা বাড়লে সে পণ্যের দামও বৃদ্ধি পায়।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছে। পূজা শেষে আগামী শনিবার থেকে ফের আমদানি-রফতানি শুরু হবে। আমদানি শুরু হলে কাঁচামরিচের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।