আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর শুরু

Printed Edition

এএফপি

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক ভারত সফর শুরু হয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এটাই উচ্চপর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ মুত্তাকির ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করায় এই সফর সম্ভব হয়েছে। এই সফরকে পাকিস্তান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ভারত তালেবান সরকারের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা চালাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে মুত্তাকিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনার আশা প্রকাশ করেছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মুত্তাকি দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রির সাথে বৈঠক করেছিলেন এবং জানা গেছে যে এবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করবেন। যদিও বৈঠকের এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। যদিও ভারতের এখনই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক সঙ্কট গোষ্ঠীর (আইসিজি) বিশ্লেষক প্রবীণ দোন্থি এএফপিকে বলেছেন, নতুন দিল্লি চায় কাবুলে নিজেদের প্রভাব বাড়াতে, যাতে তারা চীন ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে না পড়ে। ভারত সফরের আগে তিনি রাশিয়াও সফর করেছেন, যা এখন পর্যন্ত একমাত্র দেশ যারা তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

দোন্থির মতে, তালেবান এখন কূটনৈতিক স্বীকৃতি ও বৈধতা অর্জনের চেষ্টা করছে, তবে সেটি এখনো অনেক দূরের ব্যাপার। আফগানিস্তানে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত রাকেশ সুদ বলেছেন, ভারত তালেবানকে স্বীকৃতি দিতে কোনো তাড়াহুড়ো করছে না। ভারত দীর্ঘদিন ধরেই হাজারো আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে, যাদের অনেকেই ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশ ছেড়েছেন। ২০২৩ সালে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস বন্ধ হয়ে যায়, তবে মুম্বাই ও হায়দরাবাদের কনস্যুলেটগুলো সীমিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারত জানিয়েছে, কাবুলে তাদের মিশন শুধুমাত্র মানবিক সহায়তা সমন্বয়ের কাজেই সীমিত।

তালেবানের কঠোর ইসলামী শাসননীতি ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সাথে তেমন সামঞ্জস্যপূর্ণ নয়, তবুও নয়াদিল্লি এই সুযোগটিকে কাজে লাগাতে চায়। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপট বরাবরই ভারত-পাকিস্তান বৈরিতায় প্রভাবিত। এবার ভারত কাবুলের সাথে সম্পর্ক বাড়িয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে বিভাজন গভীর করার সুযোগ দেখছে। দোন্থির ভাষায়, কাবুল এখন ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। অন্যদিকে, ভারতও আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েই সম্পর্ক থেকে সর্বাধিক লাভ তুলতে চায়।

পাকিস্তানি বিশ্লেষক ওয়াহেদ ফাকিরি এএফপিকে বলেন, তালেবান ও পাকিস্তানের সম্পর্ক এখন উত্তেজনাপূর্ণ, তাই মুত্তাকির ভারত সফর একটি উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের দমন করতে ব্যর্থ হয়েছে, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করে। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান সম্প্রতি দশকের সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা গত মে মাসে ঘটেছিল। ওয়াহেদ ফাকিরি মনে করেন, মুত্তাকির এই সফর অবশ্যই পাকিস্তানকে আরো রুষ্ট ও সন্দেহপ্রবণ করে তুলবে এবং একই সাথে এটি আফগানিস্তানে ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করবে, কারণ ভারত চেষ্টা করবে তালেবান ও পাকিস্তানের মধ্যে ফাটল আরো গভীর করতে।