শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

বিনোদন প্রতিবেদক
Printed Edition
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং। সিনেমাটির শুটিং শেষে অসুস্থ হয়ে মারা গেছেন স্টান্টম্যান (অভিনেতার বদলে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন যিনি) মনির হোসেন।

গত রোববার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, ‘শনিবার রাত আনুমানিক ৮টায় আমাদের এখানে জরুরি বিভাগে মনির হোসেনকে মৃত অবস্থায় আনা হয়। যারা তাকে নিয়ে এসেছিলেন তাদের ধারণামতে, গাড়ির মধ্যেই মারা গিয়েছিলেন তিনি। তাদের কোনো অভিযোগ না থাকায় লাশ নিয়ে চলে গেছেন।’

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘মনির দুপুরের দিকে শট দিয়েছিল। এরপর সবার সাথে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই জানা যায় সে আর নেই।’ শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। কিন্তু সে বিষয়টি কাউকে জানাননি। কারো সাথে অসুস্থতা বা অস্বস্তির কথাও ভাগ করেননি তিনি। রাফী বলেন, ‘অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।’ মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালির সাথে নিয়মিত কাজ করতেন। নেপালি বলেন, ‘সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।’ প্রসঙ্গত, ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কোরবানির ঈদে।