মিরসরাইয়ে ১১ মাসে ১৮টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে লাখো গ্রাহক

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)
Printed Edition

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় অন্তত ১৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিভিন্ন এলাকায় ঘনঘন বিদ্যুৎবিভ্রাট তৈরি হয়ে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে।

সর্বশেষ গত ৩০ নভেম্বর রাতে করেরহাট ইউনিয়নের কাটাগাং এলাকায় বারইয়ারহাট জোনাল অফিসের আওতাধীন তিনটি ট্রান্সফরমার চুরি হয়। বারইয়ারহাট জোনাল অফিস সূত্রে জানা গেছে, গত ১১ মাসে এ জোনে মোট ১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের মধ্যে রয়েছে ৫, ১০, ১৫ ও ২৫ কেভির বিভিন্ন ক্ষমতার ইউনিট, যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা।

জোনাল অফিসের ডিজিএম হেদায়েত উল্ল্যাহ বলেন, ‘একটি ট্রান্সফরমার চুরি হলে পুরো এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়েন। প্রথমবার চুরির ক্ষেত্রে গ্রাহকদের অর্ধেক মূল্য পরিশোধে নতুন ট্রান্সফরমার দেয়া হয়। প্রতিটি ঘটনায় মামলা করা হয়েছে এবং সচেতনতা বাড়াতে মাইকিং চলছে।’

এদিকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সীতাকুণ্ড কার্যালয়ের অধীনে মিরসরাইয়ের পাঁচটি ইউনিয়নে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ২৯ নভেম্বর হাদিফকিরহাট এলাকায় গ্রামীণফোন টাওয়ার থেকে চুরি হওয়া ১০ ও ১৫ কেভির এসব ট্রান্সফরমারের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

মিরসরাই জোনাল অফিসের আওতাধীন এলাকায় চুরি হয়েছে আরো চারটি ট্রান্সফরমার, যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। কর্মকর্তারা জানান, ট্রান্সফরমারের ভেতরের তামার তারই প্রধান লক্ষ্য। এসব তার স্থানীয় বাজারের ভাঙ্গারি দোকানে বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙ্গারি বাজারে অভিযান জোরদার হলে চোরচক্র শনাক্ত করা সহজ হবে।

বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, ৫ কেভির একটি ট্রান্সফরমারের মূল্য ৫৩ হাজার, ১০ কেভির ৮৩ হাজার, ১৫ কেভির ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ২৫ কেভির ট্রান্সফরমারের মূল্য প্রায় এক লাখ ৫৯ হাজার টাকা।

মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান আহম্মেদ বলেন, ‘চুরি রোধে মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম চলছে। গ্রাহকদেরও সজাগ থাকতে হবে।’

জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানার পর তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান চৌধুরী বলেন, ট্রান্সফরমার চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।