দল ছাড়লেন আ’লীগ নেতা

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

এফিডেভিটের মাধ্যমে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শিপন মিয়া (২৬)। তিনি নিজেকে দলের কার্যক্রমে অনিয়োজিত উল্লেখ করে গত ২০ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে দলত্যাগ করেন। রড-সিমেন্ট ব্যবসায়ী শিপন জানান, ব্যক্তিগত ও ধর্মীয় জীবনে নিরপেক্ষ থাকতে তিনি রাজনীতি ছাড়ছেন। বিষয়টি স্থানীয় রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছে। করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ পাভেল বলেন, দল ছাড়ার বিষয়টি তিনি শুনেছেন।