মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বাগানের কাজ সেরে ফেরার পথে সুঙ্গাই কোয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা। পাহাড়ি উঁচু নিচু মেঠোপথ দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী হাইলাক্স গাড়িটি গভীর খাদের পড়ে যায়। গতকাল সকালে দেশটির সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো এ তথ্য জানায়।
নিহতরা হলেন- গোমস্তাপুর সদর উপজেলার গোমস্তাপুর ইউপির গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো: কাবিলের ছেলে মো: শামিম রেজা (২৩)।
তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। এদিনে ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন। সেখান থেকে একটি পিকআপে করে ফিরছিলেন তারা। পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন।
লিপিস জেলা পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট ইসমাইল মান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে।