সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বিশ্ব সাদা ছড়ি দিবস

ভোলা প্রতিনিধি

‘সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ প্রতিপাদ্যে ভোলায় বিশ্ব সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কে সভায় প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান। সভাপতিত্ব করেন উপপরিচালক রজত শুভ্র সরকার। বক্তব্য রাখেন শওকাত হোসেন, আমিরুল ইসলাম রতন, জহিরুল হক কবির প্রমুখ।

মতবিনিময় সভা

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় গণ অধিকার পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরমঞ্চে হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর। বক্তব্য দেন শহিদুল ইসলাম ফাহিম, রফিকুল ইসলাম রাসেল, জাকির হোসেন মুন্সি, আবু নাঈম প্রমুখ।

বিনামূল্যে সার-বীজ বিতরণ

শালিখা (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শালিখায় প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে ইউএনও বনি আমিন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, প্রেস কাবের শহিদুজ্জামান চাঁদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার পাঁচ হাজার ২০০ জন সরিষা, ৫০০ জন গম, এক হাজার জন মসুর ও অন্যান্য ফসল চাষিদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এলজিইডির কর্মশালা

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় এলজিইডির আয়োজনে সড়ক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে ইউএনও ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম। কর্মশালায় রাজনৈতিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন। ৪৬.২৯ কিলোমিটার গ্রামীণ সড়কের মাস্টারপ্লান উপস্থাপন করা হয়।

বিএনপির সদস্য সংগ্রহ

জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করেছে। বৃহস্পতিবার শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজনে উপস্থিত ছিলেন মাসুদ রানা প্রধান, আমিনুর রহমান বকুল, সেলিম রেজা ডিউক, শফিকুল ইসলাম শফি, রেখা খানম, মৌসুমি আক্তার প্রমুখ। শহরের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রক্তের গ্রুপ নির্ণয়

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের মিঠামইনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তবর্ণ’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর ইউনিয়নসংলগ্ন শেডে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও রুহুল আমিন শরিফ। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজনে সহযোগিতা করেন আলমগীর শিকদার, যিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে থাকতে চান সবসময়।

হাইজিন কর্নার উদ্বোধন

কেশবপুর (যশোর) সংবাদদাতা

যশোরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিা মন্ত্রণালয়ের অর্থায়নে হাইজিন কর্নার ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও রেকসোনা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে একটি ওয়াশরুম ও বিশ্রাম ক নির্মাণ করা হয়। আলোচনা সভায় ইউএনও বলেন, মেয়েরা মেধা ও দতায় এগিয়ে যাচ্ছে, তাদের প্রতিযোগিতায় প্রস্তুত থাকতে হবে। শেষে ২০ জন ছাত্রীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

৫ আসামি গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে পৃথক মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অভিযান চালিয়ে চুরি, ডাকাতি ও মাদক মামলার আসামিদের আটক করা হয়। বৃহস্পতিবার থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- ওমর ফারুক, রাকিবুল ইসলাম, নাজমুল ইসলাম সাজিদ, একরামুল হক ও রাকিবুল হোসেন। তাদের কাছ থেকে মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

দুই পরে সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল বাতেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।